+88 01511-552012 endobd2012@gmail.com

প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে “এখন টিভিতে”

সম্মানিত সদস্যবৃন্দ,

আনন্দের সঙ্গে আপনাদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি প্রথমবারের মতো একটি জনসচেতনতামূলক নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান আয়োজন করছে। এই বিশেষ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে এখন টিভিতে প্রায় পৌনে এক ঘণ্টা সময়ব্যাপী প্রচারিত হবে।

এতে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির অভিজ্ঞ ও সিনিয়র বিশেষজ্ঞগণ পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন। ডায়াবেটিস, থায়রয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) সহ বিভিন্ন এন্ডোক্রাইন ও মেটাবলিক রোগ, যা অসংক্রামক রোগের অন্তর্ভুক্ত, সেগুলোর প্রতিরোধ ও যথাযথ ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনস্বাস্থ্য, বিশেষ করে হরমোন ও মেটাবলিক রোগসমূহের প্রতিরোধ ও সঠিক চিকিৎসা ব্যবস্থাপনার জন্য এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।

আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একে আরও সফল করে তুলবে।

Leave a Reply

Website Designed, Developed and Marketing by Best Web Design Company in Bangladesh, Zaman IT..