তারিখ: ১৬ই জানুয়ারি, ২০২৬ ইং
📰 সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আয়োজিত “জানুয়ারি মাস-২০২৬ থাইরয়েড সচেতনতা মাস উপলক্ষে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক মো. ফারুক পাঠান (পরিচালক, একাডেমি, বারডেম এবং প্রধান পৃষ্ঠপোষক, বিইএস), অধ্যাপক ফরিদুল আলম (সাবেক উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স) এবং ডাঃ শাহজাদা সেলিম (নব-নির্বাচিত সভাপতি, বিইএস)।
জানুয়ারি মাস বিশ্বব্যাপী থাইরয়েড সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (BES) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হলিডে ইন হোটেলে “Workshop on Thyroid Disorders – 2026” শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি, মেডিসিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও থাইরয়েড রোগের সঠিক ও মানসম্মত চিকিৎসা বিস্তারের একটি দৃঢ় ভিত্তি রচিত হবে বলে আশা করা যায়।
এবারের থিম নির্ধারণ করা হয়েছে: “Know Your Thyroid: Early Detection, Better Health” (আপনার থাইরয়েড সম্পর্কে জানুন: দ্রুত শনাক্তকরণে নিশ্চিত হয় সুস্বাস্থ্য)।
আগামী ১৬ জানুয়ারি সকাল ৮:৪৫ মিনিটে এই কর্মশালাটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ফারুক পাঠান (পরিচালক, একাডেমি, বারডেম এবং প্রধান পৃষ্ঠপোষক, বিইএস)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ফরিদুল আলম, সাবেক উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্স।
কর্মশালাটির এক্সপার্ট প্যানেলে উপস্থিত ছিলেন বিইএস-এর বর্তমান সভাপতি ডাঃ ফারিয়া আফসানা, নব-নির্বাচিত সভাপতি ডাঃ শাহজাদা সেলিম এবং সাধারণ সম্পাদক ডাঃ এম সাইফুদ্দিন সহ দেশের প্রখ্যাত হরমোন বিশেষজ্ঞগণ। এছাড়াও সঞ্চালনায় ছিলেন ডাঃ এহসান-উজ-জামান খান এবং সামগ্রিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ডাঃ সৈয়দ আজমল মাহমুদ।
থাইরয়েড সমস্যার বর্তমান চিত্র: সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩০ শতাংশ মানুষ থাইরয়েডের কোনো না কোনো সমস্যায় ভুগছেন, যার একটি বড় অংশই নারী। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অর্ধেকেরও বেশি মানুষ জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। শিশুদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ঘাটতি শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনির্ণীত থাইরয়েড সমস্যা গর্ভপাত বা নবজাতকের জন্মগত ত্রুটির কারণ হতে পারে।
সচেতনতা ও প্রতিরোধ: বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি দীর্ঘদিন ধরে থাইরয়েড রোগ নিয়ে কাজ করে আসছে। এবারের কর্মশালায় থাইরয়েড হরমোনের অভাব (হাইপোথাইরয়েডিজম), আধিক্য (হাইপারথাইরয়েডিজম), আয়োডিন ঘাটতিজনিত সমস্যা এবং থাইরয়েড ক্যান্সার প্রতিরোধ ও সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষজ্ঞগণ জোর দিয়েছেন যে, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ গ্রহণ এই সমস্যা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।
জনসচেতনতামূলক বার্তা হিসেবে, আপনার বহুল প্রচারিত সংবাদমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে) উক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ/প্রচার করার জন্য বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
সকলের সুস্বাস্থ্য কামনায়,
ডাঃ ফারিয়া আফসানা
সভাপতি
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডাঃ এম সাইফুদ্দিন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি
ডাঃ শাহজাদা সেলিম
সভাপতি (নির্বাচিত)
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি